সিলেটপোস্টরিপোর্ট:মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল রাখায় সিলেটে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার রায় ঘোষনার পর দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ থেকে মিছিল বের করে আনন্দ উল্লাস করেন তারা। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবারো মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়।