সিলেটপোস্টরিপোর্ট:নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট-এর উদ্যোগে ও সিলেট নূপুর সঙ্গীতালয়ের সার্বিক তত্ত্বাবধানে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৩১ জুলাই শুক্রবার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোঃ মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার বাংলাদেশ সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস. এম. জাহিদ হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রোতা ক্লাবের উপদেষ্ঠা শাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য, সাবেক সিটি কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন শ্রোতা ক্লাবের সভাপতি শিল্পী তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শিল্পী শুপ্রিয়া দেব অনন্যা।
নূপুর বেতার শ্রোতা ক্লাবের ঈদ পুনর্মিলনী শুক্রবার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৯, ২০১৫ | ৭:১৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »