সিলেটপোস্ট রিপোর্ট: গত রবিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গোল্ড কাপ ফাইনালের ট্রফি জয়ের পর মেক্সিকো ফুটবল দলের কোচ হিগুয়েল হেরেরা ফিরে যাচ্ছিলেন নিজের দেশে। ঠিক এমন সময় বিমানবন্দরে ঘটিয়ে ফেললেন এক অস্বস্তিকর ঘটনা। ফিলাডেলফিয়ায় এক টিভি সাংবাদিকের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পরলে শেষ পর্যন্ত এক শক্ত ঘুষি হাঁকিয়ে দেন। আর এই ঘুষি নিয়ে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পরে আলোড়ন। শুধু আলোড়ন তুলেই ঘটনার সমাপ্তি ঘটেনি। জল গড়িয়েছে বরখাস্ত পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন। মেক্সিকান কোচ হিগুয়েল হেরেরা শেষ পর্যন্ত চাকরি চুত্য হয়েছেন।
তবে ঘুষির কথা অস্বীকার করেছেন মেক্সিকান ফুটবল দলের কোচ। পরে তিনি বলেন, ‘আমাদের তর্ক হচ্ছিল, আমি ওকে কেবল ধাক্কা দিয়েছি। আমি এতটা মূর্খ নই, যে ওকে ঘুষি মারব’।
পরে মেক্সিকান ফুটবল ফেডারেশন ব্যাপারটা ভালোভাবে না নিলে তদন্ত পর্যন্ত গরায়। এবং দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ডেসিও ডি মারিয়ার সভাপতিত্বে তদন্তে রিপোর্ট খতিয়ে দেখার পর কোচকে বরখাস্ত ঘোষণা করা হয়।
এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এমন আশা প্রকাশ করে মেক্সিকান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেন, ‘পরিস্থিতি খতিয়ে দেখার পরে আমি এই সিদ্ধান্তে এলাম যে মিগুয়েলকে আর রাখা যাবে না। আমি জানি এই মুহূর্তে ও কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে৷ কিন্তু ওকে সরানো ছাড়া আমার হাতে কোনও বিকল্প রাস্তা ছিল না। কারণ হিংসার জবাব কখনই প্রতিহিংসা হতে পারে না’।
মেক্সিকো জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই বছর এই কোচিং ক্যারিয়ারে ১৯ জয় এবং ১১ ড্র’র মালিক এই মিগুয়েল হিগুয়েল হেরেরা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোচ হিসেবে দলকে বিশ্বকাপে কোয়ালিফাই করাতে পারেননি এই সদ্য বরখাস্ত কোচ।