নিজস্ব প্রতিবেদক, সিলেটপোস্ট : সিলেটের বিভিন্ন স্থানে বিলবোর্ড উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী নগরীতে উচ্ছেদ অভিযান চালানো হয়। সকাল ১১ টা থেকে নগরীর সোবহানীঘাটে অভিযানকালে একটি নুডুলস কোম্পানীর ২৪শ স্কয়ার ফুটের প্যানাফ্লেক্স ও একটি সিমেন্ট কোম্পানীর প্রায় ১ হাজার স্কয়ার ফিটের আরেকটি বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্ধ করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে বিকেল ৪টা পর্যন্ত অভিযানকালে সোবহানীঘাট ছাড়াও উপশহর, মেন্দিবাগ ও নাইওরপুলে ৫টি কোম্পানীর প্যানাফ্লেক্স জব্ধ করা হয়।
এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, রমজানের আগ থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে বিশালকার বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বিলবোর্ড ও ফেস্টুন সাঁটানোর ক্ষেত্রে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের কথা বিবেচনা করে তিনি সিটি কর্পোরেশনের নীতিমালা অনুসরণ করার জন্য আহবান জানান।
প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টে্ট মো: শরীফুজ্জামান জানান, রাজস্ব আদায় এবং নগরবাসীর স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন লংঘন করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।