নিজস্ব প্রতিবেদক:বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা কাজে যোগদান না করে হাসপাতালের নিচে নেমে অবস্থান নেন। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলছিল। ধর্মঘটের কারণে বন্ধ হয়ে যায় হাসপাতালের আউটডোর চিকিৎসা সেবা। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাও ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনরা।সরেজমিনে গিয়ে দেখা যায়- বেতন বৃদ্ধির দাবিতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা হাসপাতালের নিচে নেমে জড়ো হয়ে আছেন। বন্ধ করে দেয়া হয়েছে আউটডোর। আউটডোরে আসা রোগীরা চিকিৎসক না পেয়ে ফিরে যাচ্ছেন।আন্দোলনকারী একাধিক চিকিৎসক ও কর্মকর্তা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. তোজাম্মেল হক জানান- চিকিৎসক ও স্টাফদের দাবি দাওয়া নিয়ে পরিচালনা পর্ষদের সভা বসেছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
উইমেন্স হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১১, ২০১৫ | ২:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »