এদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এ আমন্ত্রণ পেয়েছে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। এ উৎসবের মূল আয়োজনে ছবিটি দেখানো হবে। শুক্রবার থেকে শুরু হয়ে উৎসব চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ‘জালালের গল্প’ গত ২০ থেকে ২৬ জুলাই পর্তুগালে অনুষ্ঠিত ১৯তম আভাঙ্কা চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে মনোনিত হয়। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পান মোশাররফ করিম।
মন্ট্রিল উৎসবে বাংলাদেশি ছবি
সিলেটপোস্টরিপোর্ট:কানাডার মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দু’টি ছবি প্রদর্শিত হবে। ছবি দুটি হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কন্সট্রাকশন’ ও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। উৎসব চলবে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অন্যতম মূল শাখা ‘ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা’ শাখায় ছবি দু’টি অংশ নেবে।উৎসবের উদ্বোধনী দিনে থাকছে মজিদ মাজিদি পরিচালিত ‘মুহাম্মদ; দ্য মেসেঞ্জার অব গড’ ছবিটি। বাংলাদেশি ছবিগুলো প্রদর্শনীর দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ‘মেহেরজান’খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। ২২ ফেব্রুয়ারি ছবিটি ছাড়পত্র পায়। ছবিতে অভিনয় করেছেন অভিনেতা ভারতের রাহুল বোস, সাহানা গোস্বামী আর বাংলাদেশের শাহাদৎ হোসেন, রিকিতা নন্দিনী শিমু, মিতা চৌধুরী নওশাবা, তোফিকুল ইসলাম ইমন, সোহেল ম-ল।