সিলেটপোস্টরিপোর্ট:গত ১১আগষ্ট সিলেট নগরীর রেনবো চাইনিজ রেস্তোরায় এপেক্স ক্লাব ও জালালাবাদ সিটির ১ম ডিনার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট এপে: মাওলানা বদরুল আলম। সভার শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে: মোঃ আলী। জাতীয় সংগীত পরিবেশন করেন সকল এপেক্সিয়ানবৃন্দ। জাতীয় সংগীতের নেতৃত্ব দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ড. জালাল উদ্দিন। আইডিয়েল অব এপেক্স পাঠ করেন ক্লাবের সেক্রেটারী এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান মাওলানা কবির আহমদ। ইনবোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের অতিথ ন্যাশনাল প্রেসিডেন্ট এপে: রমিজ উদ্দিন। তিনি বলেন, এপেক্স ক্লাব মানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে। এপেক্স আন্দোলনে সিলেট জেলায় এপেক্স ক্লাব অব জালালাবাদ সিটি ১ম থেকেই তার ধারাবাহিক কাজকে এগিয়ে নিচ্ছে। এপেক্স বাংলাদেশ আজ এমন একটি শিশুকে জন্ম দিয়েছে সত্যিই প্রসংশার যোগ্য। আমি আশা করি সিলেট এপেক্স অঙ্গনে জালালাবাদ সিটি এক সুনালী অধ্যায় রচনা করবে। আমরা তার সুফল অচিরেই দেখতে পাবো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এপেক্সিয়ান মোয়াজ্জেম হোসেন সেবুল, পিডিজি ডিষ্টিক-৪ এপে: আহমেদ জাকারিয়া, ডিজি-৪ এপে: মোঃ কামরুল ইসলাম, আইপিডিজি-৪ আইপিএনইডি এড. মাসুম আহমদ, লাইফ মেম্বার এপে: এড. আব্দুল কুদ্দুস, ন্যাশনাল অফিসিয়াল এপে: ইফতেখার মনি, এপে: ইমদাদুর রহমান, ন্যাশনাল অফিসিয়েল অতিথ সভাপতি বিশ্বনাথ ক্লাব রোটারিয়ান এপে: এড. মিসবাহ-উর-রহমান আলম, আর সি কীং ব্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াদুদ আল মামুন, বর্তমান সভাপতি রোটারিয়ান এড. রফিক আহমদ চৌধুরী, ট্রেজারার এপে: মোঃ জয়নুল ইসলাম, ট্রেজারার শেসনে উপস্থাপনা করেন। সার্ভিস ডিরেক্টর এপে: জুয়েল আহমদ ক্লাবের সার্ভিস শেসনে উপস্থাপনা করেন। এতে ডিষ্টিক-৪ এর সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল এপেক্সিয়ানরা আলোচনায় অংশগ্রহন করেন। ভোট অব থ্যান্ক’স এপেক্সিয়ান মোঃ হোসাইন বিন নজির। পরে ক্লাবের প্রেসিডেন্ট এপে: মাওলানা বদরুল আলম সভার সমাপ্তি ঘোষনা করেন।
এপেক্স ক্লাব অব জালালাবাদ সিটির ১ম ডিনার সভা সম্পন্ন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৩, ২০১৫ | ৭:১৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »