সিলেটপোস্টরিপোর্ট:সিলেট সিটি করপোরেশনের অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার জুম’আর নামাজ আদায় করে সিলেট নগরীল ধোপাদিঘীর পাড়স্থ এই মসজিদের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ছয়ফুল আমিন বাকের, দেলওয়ার হোসেন সজিব, দিনার খান হাসু, আজাদুর রহমান আজাদ, আব্দুর রকিব তুহিন, তৌফিক বকস, সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক, আব্দুল খালিক, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ।প্রসঙ্গত, ২০১২ সালের সেপ্টেম্বর মাসে সিটি কর্পোরেশন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পাঁচতলা ফাউন্ডেশনের এই ভবন প্রাথমিকভাবে দ্বিতীয়তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। ১১ শতক জায়গার উপর নির্মিত এই মসজিদের নিচতলায় পাঠাগার, অজুখানা, ইমাম ও মুয়াজ্জিনের কক্ষ এবং বাথরুমের ব্যবস্থা আছে।
ধোপাদিঘীর পাড়ে সিসিকের মসজিদ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৪, ২০১৫ | ৫:১৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »