সিলেটপোস্টরিপোর্ট:অর্থমন্ত্রীর আশ্বাসে সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার থেকে সিলেটের সড়ক-মহাসড়কে আহুত অটোরিকশা শ্রমিক ধর্মঘট ও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল অটোরিকশা শ্রমিকরা। শনিবার দুপুর ১টায় দক্ষিণ সুরমার একটি হোটেলে অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন শ্রমিকরা।জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, শ্রমজীবি মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার খুবই আন্তরিক। মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে সরকারের কঠোর অবস্থান এখন শিথিল করা হয়েছে।তিনি বলেন, শ্রমিকদের দাবির বিষয়গুলো সরকার বিবেচনা করছে। আলোচনা-পর্যালোচনার পর এটার সমাধান আসবে। তিনি শ্রমিকদের শান্ত থাকা ও দেশের সম্পদের ক্ষতি করে এমন কোন কার্যক্রম থেকে বিরত থাকার আহŸান জানান।মন্ত্রীর এমন আশ্বাসের পর অটোরিকশা শ্রমিকরা ১৬ আগস্ট থেকে সড়ক, মহাসড়কে আহুত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। অনুষ্ঠানে শ্রমিক নেতারা ছাড়াও সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন, আওয়ামী নেতা রইছ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর আশ্বাস : সিলেটে সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৫, ২০১৫ | ৮:১৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »