সিলেটপোস্টরিপোর্ট:জাতীয় শোক দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে সিকৃবি ছাত্রলীগ শাখা বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম গোলাম শাহি আলম এ কর্মসূচির উদ্ভোধন। এসময় তিনি সকল শিক্ষার্থীদদের বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হয়ে জনকল্যাণে আত্মনিয়োগের আহবান জানান এবং ভবিষ্যতেও এরকম ছাত্রলীগের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার পরামর্শ দেন।এরপর ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারন সম্পাদক ডা. ঋত্বিক দেবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও সাধারন শিক্ষার্থী রক্তদান করেন।এসময় অন্যান্যেেদর মধ্যে সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. আহমদ আল কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেতসহ শিক্ষক-শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন।
শোক দিবসে সিকৃবি ছাত্রলীগের রক্তদান কর্মসূচি পালন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: আগষ্ট ১৫, ২০১৫ | ৮:৩৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »