সিলেটপোস্টরিপোর্ট:সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও সহসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্নাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘদিন থেকে দলীয় কাজে অসহযোগিতা করায় তাদেরকে ওই নোটিশ দেয়া হয়েছে।কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। অন্যতায় মুন্নার এবং পান্নার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা ব্যবস্থা গ্রহণ করবে। কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।এ ব্যাপারে সিলেট জলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না এবং পান্নার সাথে যোগাযোগ করা হলে দুই নেতা কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করেন । নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এর জবাব দিবেন বলে নিশ্চিত করেন।
সিলেট জেলা ছাত্রদলের দুই নেতা শোকজ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৪, ২০১৫ | ৬:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »