সিলেটপোস্টরিপোর্ট:জেলা পরিষদ সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মো. মতিউর রহমান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্ম জাতিকে সুশৃঙ্খল ও আলোকিত জাতিতে পরিণত করে। এ শান্তির ধর্ম ইসলাম প্রচারে যুগে যুগে আল্লাহপাক পৃথিবীতে নবী, রাসূল, উলামায়ে কেরাম ও পীর মাশায়েকদের প্রেরণ করেছেন, তাদের মধ্যে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও সাধক মীর আব্দুর রহিম (মামুপীর) অন্যতম। তিনি অত্র এলাকায় অসংখ্য মসজিদ ও মাদ্রাসা নির্মানের মাধ্যমে গোটা এলাকায় ইসলামের প্রচার ও প্রসারে যে ভূমি পালন করেছেন, তা সত্যিই প্রশংসার দাবী রাখে। এর মাধ্যমে এলাকায় ইসলামী শিক্ষার পাশাপাশি পরকালীন মুক্তির পথ প্রশস্ত হয়েছে। তার রেখে যাওয়া আর্দশ ও ঐতিহ্য অনুস্মরণ করে সকলের জীবনকে আলোকিত করে তুলতে হবে। তার জীবনাদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয়। তিনি ৪ অক্টোবর রোববার বিকেলে সিলেট শহরতলীর খাদিমপাড়াস্থ মীর মহল্লা পীর বাড়ীতে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও সাধক মীর আব্দুর রহিম (মামুপীর) এর কুলখানি উপলক্ষে আস সাদেক জামেয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মামু পীর মাজারের মোতাওয়াল্লী মীর শহিদুল ইসলাম (সজল)এর সভাপতিত্বে, মীর বিলাল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক (প্রশাসন) এহেসানুল হক চৌধুরী, সাপ্তাহিক নকশী বাংলা’র সম্পাদক সালেহ আহমদ হোসাইন, দি নিউ নেশন’র সিলেট প্রতিনিধি এস এ শফি, জেলা পরিষদ সিলেট এর সহকারী প্রকৌশলী হাসিব আহমদ, সিএ. এ এইচ এম কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী মো. সাইদুর রহমান, মীর শাহিন আহমদ, ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন, আলেক আহমদ, রুমন আহমদ,কয়ছর আহমদ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মুজিবুর রহমান।
মামুপীর এর জীবনাদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয়-(যুগ্ন সচিব) মো. মতিউর রহমান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৪, ২০১৫ | ৭:৩৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »