সিলেটপোস্টরিপোর্ট:দক্ষিণ সুরমার মেনিখলাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারিরা ব্যাটারিচালিত রিকশা আরোহী এক মহিলাকে ছোরা ধরে দুটি মোবাইল ফোন, আইপেড ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। রবিবার বিকাল ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।দক্ষিণ সুরমার পশ্চিম ধরাধর গ্রামের শাহ নেওয়াজ পারভেজের স্ত্রী রিপা বেগম তার দু’সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় মিরাপাড়াতে যাচ্ছিলেন। এসময় মেনিখলাতে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দু’জন ছিনতাইকারি তাদের রিকশার গতিরোধ করে। ছিরতাইকারিরা ছোরা ধরে রিপার সাথে থাকা একটি স্যামস্যাং গ্যালাক্সি মোবাইল ফোন, একটি নকিয়া মোবাইল ফোন, একটি আইপ্যাড এবং নগদ ১ হাজার ৭শ’ টাকা নিয়ে যায়।এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ হয়নি।
দক্ষিণ সুরমায় ছোরা ধরে নারীর কাছ থেকে টাকা, মোবাইল ছিনতাই
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৪, ২০১৫ | ৭:৪৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »