সিলেটপোস্টরিপোর্ট:নগরীর সুবিদবাজারের একটি কারওয়াশ গ্যারেজ থেকে দুটি চোরাই কার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা পুলিশের একটি দল। সোমবার বিকেল সোয়া ৩টায় এক অভিযান চালিয়ে গাড়ি দুটি উদ্ধার করা হয়।পুলিশ সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারেন দু’টি গাড়ি ‘কারওয়াশ’ নামক গাড়ি ওয়াশিং সেন্টারে দুটি চোরাই গাড়ি পরিস্কারের জন্য দেয়া হয়েছে। খবর পেয়ে ডিএমপি ডিবি শাখার একটি দল দ্রূত অভিযান চালিয়ে গাড়ি দুটি উদ্ধার করে। গাড়িগুলোর নাম্বার হচ্ছে ঢাকা মেট্টো গ-১৩৭৯৩১ ও ঢাকা মেট্টো খ-১১৪৩৩৩। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।কারওয়াশ সেন্টারের মালিক মো. শরীফের বক্তব্য জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ ঘটনা বলেন, ডিএমপি ডিবি পুলিশ কর্তৃক দু’টি চোরাই গাড়ি উদ্ধার করার খবর তারা জানতে পেরেছন।
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযান, দু’টি চোরাই কার উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ৫, ২০১৫ | ৭:২৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »