সিলেটের কোম্পানীগঞ্জের দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ৭:৫৩ অপরাহ্ণ
এদিকে, ওসি দেলওয়ার হোসেন জানান, ডাকাতিসহ অন্যান্য অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। জানা যায়, উক্ত দুইজনকে গ্রেফতারের পরপরই সিলেট পুলিশ সুপার কার্যালয়ে ওসি দিলওয়ারসহ একদল পুলিশ তাদের নিয়ে আসেন। এএসপি ধীরেন্দ্র চন্দ্র মহাপাত্র জানান, আটককৃতরা অফিসের কোন এক জায়গায় আছে। নিশ্চিত করে তাদের কোন অবস্থান তিনি বলতে পারেন নি। তবে দুইজন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন তিনি।
অপরদিকে পুলিশ সুপার কার্যালয়ে ভাইকে ছাড়িয়ে নিতে নিহত আব্দুল আলীর ভাই আব্দুল হককে তদবির করতে দেখা যায়। অথচ আব্দুল হক জিআর ১৮৬ মামলা নং ১২ (তারিখ-২২-০৯-১৫)সহ একাধিক মামলার আসামী। জানা যায় পুলিশের এক কর্তাব্যক্তির সাথে আব্দুল আলীর পরিবারের সখ্যতা রয়েছে। তাই গ্রেফতারকৃত রুহেলকে আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে।