সিলেট পোস্ট রিপোর্ট : মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য আন্ত:জেলা বাস র্ধমঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করেছে তারা।
গত শুক্রবার সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের পর বিক্ষুব্ধ জনতা সিলেট নগরীর কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয়া হয়।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, “কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও ক্ষতিপূরন দেয়া না পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানান তিনি।