সিলেট পোস্ট ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেল করার দায়ে যুবকের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জোড় গাছা গ্রামের বাসিন্দা দণ্ডপ্রাপ্ত মোকছেদুল ইসলামকে (২৭) এক বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
পুলিশ জানায়, মোকছেদুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে পাবনা সদর উপজেলার বিবাহিত এক নারীর। সম্পর্কের জের ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। এ সুযোগে মোবাইল ফোনে অন্তরঙ্গ দৃশ্য ধারণ করে পরকীয়া প্রেমিক মোকছেদুল। প্রেমিকার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার জন্য তিনি প্রায়ই ছবিগুলো বাজারে ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই ছবিসহ মোকছেদুলকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিম সরোয়ার এ দণ্ডাদেশ দেয় মোকছেদুলকে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।