সুনামগঞ্জ প্রতিনিধি : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক কলেজ ছাত্রীর উপর এসিড নিক্ষেপ করেছে এক বখাটে প্রেমিক। এতে ওই ছাত্রীর মুখ ও হাত ঝলসে গেছে। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ লক্ষীপুর গ্রামে।
আহত সুখি বেগম সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষিপুর গ্রামের আবু তাহেরের মেয়ে। সে সুনামগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তাকে বৃহস্পতিবার ভোর রাতে একই গ্রামের সালেক মিয়ার ছেলে মোহন মিয়া মুখে এবং হাতে এসিড নিক্ষেপ করে।
জামালগঞ্জ থানার সাব ইন্সিপেক্টর মোস্তাফা কামালে জানান, দীর্ঘ দিন থেকে মোহনে সুখিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত মঙ্গলবার কলেজে যাওয়ার পর ফের তাকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে মোহন। এ সময় সুখি বলে তুমি একটা বখাটে ও অশিক্ষিত ছেলে। আমি তোমার ছোট বোনের মতো। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার ভোর রাতে রান্না ঘরের দরজা ভেঙ্গে সুখির রুমে প্রবেশ করে এসিড নিক্ষেপ করে। এ সময় সুখির মা কবিরুন নেছা চিৎকার করলে মোহন পালিয়ে যায়।
তিনি আরো জানান, আজ বেলা দেড়টায় এলাকাবাসীর সহায়তায় মোহনকে আটক করা হয়েছে। এছাড়াও মোহনকে আসামী করে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সুখির ভাই ময়নুল ইসলাম জানান, সুখিকে প্রথমে জামালগঞ্জ স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার হয়। কিন্তু সেখানেও অবস্থার উন্নতি হয়নি। তাই চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে সে হাসপাতালের ৪র্থ তলায় ৬ নং ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।