সিলেট পোস্ট রিপোর্ট :মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ আতাউর রহমান পীর বলেছেন,”সমৃদ্ধ জাতি ও আলোকিত সমাজ গঠনে দক্ষ জনশক্তি গঠন অপরিহার্য। আর দক্ষ জনশক্তি গঠনে শিক্ষা অপরিহার্য হাতিয়ার। শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।” তিনি গত শনিবার সূর্যোদয়:বিলিভ ইন চেঞ্জ-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত ২০১৫ সালের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। সূর্যোদয়:বিলিভ ইন চেঞ্জের সভাপতি সোয়েদ শাকিল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রক্টর ,সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আবুল আবরার মাছরুর আহমেদ ,শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শাকী শাহ ফরিদি ,সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেল, সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেনোয়ারা আক্তার চিনু, এম.এ কাদির, ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, আব্দুল আল মাসুম রানা। রায়হানুল ইসলাম রাহিম, নুসরাত জাহান ও নাহরিন শামসের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ এবং বাৎসরিক কার্যক্রমের রিপোর্ট তুলে ধরেন সাধারণ সম্পাদক নাহিয়ান কামরুল। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাহদী হাসান জুনেদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন সৌরভ ,অর্থ সম্পাদক মোস্তাফিজুর সায়েম, প্রচার সম্পাদক শিহাব মোহাম্মদ নোয়াব, অনলাইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার রহমান শাহিল, সহ অনলাইন বিষয়ক সম্পাদক পাপ্পু আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম, সংগঠনের সদস্য শাহ আলম রাহাত, শাহরিয়ার জামিল, আক্তার হোসেন, রাজ্জাকুর রশিদ, পাপিয়া সুলতানা, সাইখুল ইসলাম, পুষ্পিতা ঘোষ চৌধুরী প্রমুখ। সূর্যোদয়:বিলিভ ইন চেঞ্জের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোমান হাফিজ। অনুষ্ঠাননের শেষপর্যায়ে বর্ষপূর্তির কেক কাটা হয় ও শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষিত জনগোষ্ঠীই পারে আলোকিত সমাজ বিনির্মাণ করতে —– লে: কর্ণেল(অবঃ) আতাউর রহমান পীর
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১১, ২০১৫ | ৫:১৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »