সিলেট পোস্ট রিপোর্ট :সিলেটে ‘সোর্স’ রুবেলকে নিয়ে অভিযান চালিয়ে মানববন্ধন থেকে দুই জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রবিবার বিকেলে সিলেটের ঘাষিটুলা এলাকায় এ ঘটনায়। এর আগে মানববন্ধনে সোর্স রুবেল ও সহযোগিরা হামলা করার চেষ্টা চালায়।এ ঘটনায় ঘাষিটুলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সোর্সকে নিয়ে অভিযানের ঘটনা ক্ষোভও বিরাজ করছে এলাকায়।জানা যায়, রুবেলের নানাবিধ অপকর্মে অতিষ্ঠ হয়ে সিলেটে পুলিশের কথিত সোর্স রুবেলকে শনিবার দিবাগত রাতে গণধোলাই দেয় স্থানীয় জনতা। এ ঘটনার সোর্স রুবেল নিরীহ লোকজনকে আসামি করে মামলার প্রতিবাদে আজ রবিবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।মানববন্ধনের শুরুতে সোর্স রুবেল সহযোগিদের নিয়ে একটি সাদা মাইক্রোবাসে করে এলাকায় মহড়া দেয়। এদিকে, মানববন্ধনের শেষ পর্যায়ে কোতোয়ালি থানার এসআই আজিম পাঠওয়ারী অভিযান চালিয়ে আছাব আলী ও রকিব নামের দুই জনকে আটক করে নিয়ে যান।এদিকে আটকের পর গাড়িতে তোলার সময় সোর্স রুবেল আটককৃত আছাব আলী ও রকিবকে মারধর করেছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে উপস্থিত এলাকার মানুষ।কোতোয়ালি থানার এসআই আজিম পাঠওয়ারী জানিয়েছেন, বাদি রুবেল’র দেখিয়ে দেওয়ার কারণে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
সোর্স’ রুবেলকে নিয়ে অভিযান চালিয়ে মানববন্ধন থেকে দুই জনকে আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১১, ২০১৫ | ৫:৪০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »