সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীতে ৭টি ফার্মেসীতে জরিমানা ও মেয়াদউত্তীর্ণ মেডিসিন জব্দ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ২টা থেকে নগরীর ওসমানী মেডিকেল রোড ও মিরের ময়দান এলাকায় এ অভিযান চালানো হয়।প্রথমে ওসমানী মেডিকেল রোডের ঐশী ফার্মেসীতে অভিযান চালানো দেখে আশপাশের প্রায় ২০/৩০ টি ফার্মেসী বন্ধ করে পালিয়ে যান ফার্মেসীর মালিকরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন এবং আসমা মোজাম্মেল। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর সিভিল সার্জন স্নিগ্ধেন্দু সরকার।অভিযান চলাকালে ওসমানী মেডিকেল রোডের জান্নাত ফার্মেসীকে ১০ হাজার, সাগর ফার্মেসীকে ১ হাজার, আল বোরাক ফার্মেসীকে ২ হাজার, প্রভাতী ফার্মেসীকে ২ হাজার, শেফালী ফার্মেসীকে ১ হাজার, ঐশী ফার্মেসীকে ৮ হাজার টাকা ও মিরের ময়দান এলাকার প্রিন্স মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়।এসময় এই ফার্মেসীগুলো থেকে মেয়াদউত্তীর্ণ প্রায় ২০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়।
সিলেটে ৭ ফার্মেসীতে জরিমানা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ জব্দ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১২, ২০১৫ | ৮:০৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »