সিলেটপোস্টরিপোর্ট:জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরষ্কার পাওয়ায় বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলা শাখা-এর উদ্যোগে নগরীতে এক আনন্দ মিছিল বের করা হয়। সোমবার কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ডেইজী সারোয়ারের নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে ডেইজী সারোয়ার বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কৃতিত্বের পুরস্কার স্বরূপ সম্মানে ভূষিত করায় জাতিসংঘকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনন্য কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র তাঁর দেশপ্রেম ও জনগণের ভালোবাসার একাগ্রতা ও কাজের প্রতি দৃঢ় স্পৃহার কারণে। শেখ হাসিনাই পারবেন বাংলাদেশকে উন্নতির শিখরে পেঁছে নিতে।বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলা শাখা-এর সভাপতি নাজনীন আকতার কনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাজিরা বেগম শিলা, তাসলিমা বেগম, নাজমা বেগম, আফিয়া বেগম হ্যাপী, রার্শিদা আক্তার মনি, মোসাদ্দিকা চৌধুরী, ফাতেমা আক্তার, জাহানারা বেগম, আকলিমা বেগম প্রমুখ।
বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলার আনন্দ মিছিল
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ১২, ২০১৫ | ৮:০৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »