সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর দক্ষিণ সুরমার ক্বীনব্রিজের পশ্চিম পাশে একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। হামলায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। জানা যায়, গত রোববার রাত ৯টায় মসজিদ বাজারের পিছনে নদীর পারে ক্বীনব্রিজের পশ্চিমে আছকর মিয়ার ভাড়াটিয়া আবুল স্টোরে হামলা চালায় পাশের কলনীতে বসবাসরত ৩/৪জন যুবক। তারা হামলা চালিয়ে দোকানের মালামার ভাংচুর করে। এ সময় তাদের আঘাতে দোকানের মালিক-কর্মচারী সহ ৩ জন আহত হন। আহতরা হলেন- আবুল মিয়া, খুর্শেদ আলী ও বাতিন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।আহতরা জানিয়েছেন প্রতিহিংসামূলক কারণে হামলাকারীরা দোকানে ভাংচুর এবং লুটপাট চালিয়েছে। কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ছায়েদ মিয়া, রমজান মিয়া সহ ৩/৪জন ব্যক্তি এ হামলা চালিয়েছেন বলে জানান আহতরা। ভাংচুরের বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এ ব্যাপারে দোকানের মালিক আবুল মিয়া থানা একটি অভিাযোগ দায়ের করেছেন। বিজ্ঞপ্তি
দক্ষিণ সুরমার ক্বীনব্রিজের পাশে প্রতিপক্ষের হামলায় দোকান ভাংচুর, আহত ৩
সিলেট পোস্ট ২৪ ডট কম
: অক্টোবর ২৭, ২০১৫ | ৪:৫২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »