সিলেট পোস্ট ডেস্ক : মুক্তির তৃতীয় দিনেই ১০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির আয়। রবিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এই তথ্য জানিয়েছেন।
টুইটারে তারান আদর্শ বলেছেন, তৃতীয় দিনে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটির আয় ১০০ কোটি ছাড়িয়েছে। মুক্তির পর ভারতে বৃহস্পতিবার ৪০ দশমিক ৩৫ কোটি রুপি, শুক্রবার ৩১ দশমিক ০৫ কোটি রুপি, শনিবার ৩০ দশমিক ০৭ রুপি আয় করেছে। সব মিলিয়ে ভারতে ১০১ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে ছবিটি।
ভারত ছাড়াও বিশ্বজুড়ে ভালোই আয় করছে ‘প্রেম রতন ধান পায়ো’। তারান লিখেছেন, বিশ্বজুড়ে ছবিটি বৃহস্পতিবার ও শুক্রবার মোট ২৫ দশমিক ৫৮ কোটি রুপি আয় করেছে।
এটি সালমান খানের নবম ছবি যা ১০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে।
গত ১২ নভেম্বর সুরাজ বারজাটিয়া পরিচালিত ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটি মুক্তি পেয়েছে। খবর: এনডিটিভি।