সিলেট পোস্ট রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। একইসাথে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়ও বাড়ানো হয়েছে। সোমবার ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ নভেম্বরে পরিবর্তে ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা ওইদিন বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ছুটির দিনসহ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০/= নির্ধারণ করা হয়েছে।