সিলেটপোস্টরিপোর্ট:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুহাসিনী দাস হলে ছাত্রীদের সাথে সহকারি প্রভোস্টের দুর্ব্যবহারের প্রতিবাদে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আন্দোলনে নামে ছাত্রীরা। পরে ভিসি’র আশ্বাসে তারা হলে ফিরে যায়।জানা যায়, বৃহস্পতিবার রাতে সিকৃবির সুহাসিনী দাস হলের সহকারি প্রভোস্ট ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করেছেন এ অভিযোগ তুলে আন্দোলন শুরু করে ছাত্রীরা। পরে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। রাত ১২ টার দিকে ছাত্রীদের একটি প্রতিনিধি দাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের সাথে সাক্ষাৎ করলে ছাত্রীদের দাবির কথা শুনেন কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।এসময় প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেতসহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।ভিসি’র আশ্বাসে ছাত্রীরা হলে ফিরে যায়।
মধ্যরাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্দোলন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ১১:০৭ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »