সিলেটপোস্টরিপোর্ট:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রাণি অধিকার বিষয়ক সংগঠন “প্রাধিকার” এর উদ্যোগে দুই দিনব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে।জানা যায়, রবিবার ক্যাম্পাসের প্রজন্ম চত্বরে দুপুর ১২ টা থেকে ক্যাম্পেইন শুরু হয়। এতে সিকৃবি শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে সদস্য ফরম পুরন করে নিবন্ধন করতে লক্ষ্য করা যায়। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রাধিকারের পক্ষ্য হতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে প্রাধিকার সাধারন সম্পাদক আজিম অভি জানান। এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১২ সালে প্রাধিকার যাত্রা শুরু করে। এরপর থেকে বণ্যপ্রাণি সংরক্ষন, অবমুক্ত সহ বিভিন্ন পরিবেশবাদী আন্দোলনেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। আগামিকাল একই সময়ে এ কার্যক্রম চলবে বলেও জানানো হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে‘প্রাধিকার’র সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শুরু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২২, ২০১৫ | ৩:০৫ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »