সিলেটপোস্টরিপোর্ট:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের ধাক্কায় ট্রাক চাপা পড়ে মনজিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বিক্রমকলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনজিল মিয়া রহিমপুর ইউনিয়নের বিক্রমকলস গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।মনজিল মিয়ার ছোট ছেলে আব্দুল মুক্তাদির জানান, জমিজমা নিয়ে তার বাবার সঙ্গে দীঘদিন ধরে পাশের বাড়ির ইসমাইল মিয়ার বিরোধ চলছিল। সকালে এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বিকেলে তার বাবা মৌলভীবাজার যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বিক্রমকলস এলাকায় যান। ইসমাইল মিয়া তাকে একা পেয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে পালিয়ে যান। এ সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজিব আহমদ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কমলগঞ্জে প্রতিপক্ষের ধাক্কায় ট্রাক চাপা পড়ে বৃদ্ধ নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৩, ২০১৫ | ৭:২৫ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »