সিলেটপোস্ট রিপোর্ট :কালিয়াকৈর উপজেলায় ঘরভাড়ার টাকা নিয়ে ভাড়াটিয়ার পিটুনিতে আহত এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে কালিয়াকৈর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের হালিমা বেগম (৩৮)। তার স্বামীর নাম আলমগীর হোসেন। কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকায় তাদের বাড়্ ি এ ঘটনায় ভাড়াটিয়া আল-আমিন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থানার গিমাডাঙ্গা মধ্যপাড়ার নওশের মোল্লার ছেলে বলে জানা গেছে।আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকেলে আল-আমিনের কাছে ভাড়া চান হালিমা। এ সময় ভাড়া পরিশোধে বিলম্ব বিষয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল-আমিন লাঠি দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এতে হালিমা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্য ভাড়াটিয়ারা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে খরচ কুলাতে না পেরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। “সেখানও খরচ মেটাতে না পারায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ অবস্থায় রোববার রাত ৮টার দিকে বাড়িতেই মারা যায় হালিমা।” এ ঘটনায় রোববার রাতেই আলমগীর হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
গাজীপুরে ভাড়াটিয়ার আঘাতে বাড়িওয়ালী নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২৪, ২০১৫ | ৮:৩৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »