সিলেটপোস্ট রিপোর্ট :টেলিভিশন চ্যানেল এনটিভি’র পর্দায় গান গেয়েছেন সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের মেধাবী মুখ রাকিবা ইসলাম ঐশী। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে চ্যানেলটির সরাসরি সম্প্রচারিত কুইজ শো ‘জানার আছে বলার আছে’ অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হিসেবে আমন্ত্রিত হয়ে গান গেয়েছেন রকিবা ইসলাম ঐশী। অনুষ্ঠানের শুরুতে ঐশী দেশাত্ববোধক গান ‘আমার অনেক ঋণ আছে’ আর আধুনিক গান ‘ফুলের কানে ভ্রমর এসে’ গান দু’টি পরিবেশন করেন। উপস্থাপক তাসলিমা এসময় তার পরিবেশনার প্রশংসা করেন। টেলিভিশনের পর্দায় ঐশীর গান এবারই প্রথম নয়। এর আগেও মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ অনুষ্ঠানে গান গেয়েও সেরাদের দৌঁড়ে ছিলেন তিনি। সুনামগঞ্জ মিররকে ঐশী জানান, এর আগে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবার অভিজ্ঞতা থাকলেও, টিভিতে সরাসরি কোন অনুষ্ঠানে এবার প্রথম গান গেয়েছেন তিনি। এ নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছিল। সুনামগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে উঠতি শিল্পীদের তালিকায় বরাবরই শুরুর দিকে ঐশীর অবস্থান। সমবয়সীদের মাঝে গানে তিনি নেতৃত্ব দিয়েছেন বলা চলে। সাংস্কৃতিক সংগঠকদের প্রত্যাশা, নিজের মেধা ও যোগ্যতা ঐশীকে বহুদূর নিয়ে যাবে। উল্লেখ্য, রাকিবা ইসলাম ঐশী এবছর সুনামগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। বাবা রফিকুল ইসলাম একজন সরকারি কর্মকর্তা, মা আতিফা ইসলাম গৃহিণী। ঐশী, ঐশীর ছোটভাই আয়মান ইসলাম প্রিয় আর বাবা-মা মিলেই তাদের ছোটখাটো পরিবার।