সিলেটপোস্ট রিপোর্ট :‘ইয়াদে’, ‘কাভি খুশি কাভি গাম’সহ জুটিবদ্ধ হয়ে বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন হৃতিক রোশন ও কারিনা কাপুর। তাদের অভিনীত ছবিগুলো ছিল আলোচিত এবং ব্যবসাসফলও বটে। সর্বশেষ ২০০৩ এ ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বলিউডের এ দুই শীর্ষ তারকা। এরপর পার হয়েছে ১২টি বছর। এ সময়ে আলাদা আলদাভাবে অনেক হিট সুপারহিট ছবি উপহার দিয়েছেন হৃতিক ও কারিনা। স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও বগলদাবা করেছেন। কিন্তু কাকতালীয়ভাবে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। তবে হৃতিক ও কারিনা ভক্তদের জন্য সুখবর হচ্ছে এক যুগ পর তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এরই মধ্যে বিষয়টি পাকাপাকি হয়েছে। আর এ ছবিটি প্রযোজনা করবেন খোদ হৃতিক। তার নিজস্ব প্রোডাকশন হাউজ থেকে এ ব্যয়বহুল ছবিটি নির্মাণ করা হবে। ছবির পরিচালক হিসেবে কাজ করবেন সঞ্জয় গুপ্তা। এর কাজ শুরু হবে আগামী বছরের জানুয়ারি থেকে। তবে চলতি ডিসেম্বরেই বড় একটি আনুষ্ঠানের মাধ্যমে নিজের প্রোডাকশন হাউজ ও ছবিটির কলাকুশলী ঘোষণা করবেন হৃতিক। একটি রোমান্স ও প্রতিশোধের গল্প নিয়েই এ ছবিটি নির্মিত হবে। আর ছবিতে হৃতিকের প্রেমিকা রূপে দেখা যাবে কারিনাকে। তবে এখানে প্রেমকে অন্যভাবে প্রদর্শন করা হবে। ছবিতে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন হৃতিক ও কারিনা। এদিকে ক্যারিয়ারের শুরুর দিকে হৃতিক ও কারিনার সম্পর্ক নিয়েও গুঞ্জন উঠেছিল। কিন্তু অবশেষে বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। এবার এক যুগ পর আবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে হৃতিক-কারিনাকে। এ বিষয়ে হৃতিক বলেন, কারিনা কাপুর আমার প্রিয় একজন অভিনেত্রী। এর পাশাপাশি ও আমার ঘনিষ্ঠ একজন বন্ধুও। তবে বিভিন্ন কারণে মধ্যে একসঙ্গে কাজ করা হয়নি আমাদের। তবে এবার এক যুগ পর আমরা একসঙ্গে কাজ করছি। এটা দর্শকদের মধ্যে বেশ অন্যরকম কৌতূহল ও আগ্রহ তৈরি করবে বলেই আমার বিশ্বাস।
১২ বছর পর হৃতিক-কারিনা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ২, ২০১৫ | ১১:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »