সিলেটপোস্ট রিপোর্ট :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ও রবীন্দ্র কলা ভবনের মাঝে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।হঠাৎ করে ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তবে কে বা কারা এ কাজ করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যার দিকে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ও রবীন্দ্র কলা ভবনের আশপাশের বিভিন্ন স্থানে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দে ভীত হয়ে শিক্ষার্থীরা ছুটোছুটি করতে থাকে।এসময় রবীন্দ্র ও সিরাজী ভবনের মাঝে কয়েকজন পথচারী ধোয়ার আস্তরণও দেখতে পেয়েছেন বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মাঝে মাঝেই এমন শব্দ হওয়ায় শিক্ষার্থীরা প্রচণ্ড আতঙ্কে আছেন বলেও জানা যায়।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অশোক চৌহান বলেন, বিস্ফোরণের ঘটনা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের স্থানও সনাক্ত করা যায়নি। কে বা কারা এঘটনা ঘটিয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।