সিলেটপোস্ট রিপোর্ট :সিলেট ক্যাডেট কলেজের ৩৬তম আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান, আরসিডিএস, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস শাহনাজ আহমেদ। বর্তমান ও প্রাক্তন ক্যাডেট, অতিথি, অভিভাবক, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শীতের বিকেলটি যেন উষ্ণ হয়ে ওঠে। তিনদিন ব্যাপী চলা বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ কমান্ডার এম সাইফুর রহমান, (ট্যাজ), পিএসসি,বিএন। সারাবছর ব্যাপী অনুষ্ঠিত ক্যাডেটদের বিভিন্ন প্রতিযোগিতায় এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয় সুরমা হাউস এবং রানার আপ হয় শাহজালাল (র.) হাউস।অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিলেট ক্যাডেট কলেজের আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১২, ২০১৫ | ৯:১৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »