সিলেটপোস্ট রিপোর্ট :ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাস ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।ভিসি অফিস সূত্র জানায়, রোববার রাত ৯টার দিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাস ভবন লক্ষ করে বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এসময় ভিসির বাংলোতে প্রায় অর্ধশত শিক্ষক অবস্থান করছিলেন। এসময় কে বা কারা পর পর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দে ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি সফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন।ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটা ককটেল অথবা বাজির বিস্ফোরণ ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, টেন্ডারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ হামলা যারা চালিয়েছে ইতোমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।
ইবি ভিসির বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: ডিসেম্বর ১৪, ২০১৫ | ১২:৪৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »