সিলেটপোস্ট রিপোর্ট :বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তৃতীয়বারের মতো আবারও সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘ঢাকা অ্যাটাক’ নামক একটি ছবিতে এ চরিত্রে অভিনয় করবেন তিনি।এখানে তিনি একজন টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করবেন দীপংকর দীপন। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘দেশা: দ্য লিডার’ ও সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ ছবিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন মাহি।সাংবাদিক চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মাহি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে আমি একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করব। তবে এখানে আমাকে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে।গল্পটা পড়ে বুঝে শুনে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবিতে আমার সাজগোজ, পোশাক ও সংলাপে ভিন্ন মাত্রা খুঁজে পাবেন দর্শক। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।ছবিটিতে মাহির বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। এ মাসেই বেশ ধুমধাম করে ছবিটির শুটিং শুরু করা হবে বলে জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন। মাহি সম্প্রতি ‘কৃষ্ণপক্ষ’ ছবির কাজ শেষ করেছেন।