শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর, আড়ম্বরপূর্ণ পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ^বিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন বিভাগ, প্রেস ক্লাব, ও শিক্ষকদের বিভিন্ন ফোরাম নানা ভাবে দিবসটি উদযাপন করে ।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ‘চেতনা ৭১, থেকে একটি আলোক মিছিল বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রকল্যান উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রথম ছাত্রী হলের প্রাধ্যাক্ষ মাহরুবা শারমিন চেীধুরী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানসহ প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী। ্
া
এর আগে সকাল ৭.৩০ মিনিটে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.০০ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় এবং ড. মো. রাশেদ তালুকদার সভাপতিত্বে শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের হত্যা করা হয় যারা স্বাধীনতা যুদ্ধের জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অনুপ্রেরণা দিয়েছিলেন। পাকিস্তানিদের লক্ষ্য ছিল এ জাতিকে মেধাশূন্য করা। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি।
অনুষ্ঠানের প্রধান আলোচক মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার বলেন, ইতিহাস সবসময় সোজা পথে চলে না। অনেক বাঁক পেরিয়ে সে তার আপন গন্তব্য পানে ছুটে চলে। বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। স্বাধীনতার এতবছর পর অনেকেই চাওয়া পাওয়ার হিসাব করেন। কিন্তু আমি বলব, আমরা অন্ততপক্ষে একটি দেশ পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি।
শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে বুদ্ধিজীবীদের অবদান চিরসস্মরনীয়। বুদ্ধিজীবীদের দেওয়া অনুপ্রেরনাকে ধারন করে বাংলাদেশ ছাত্রলীগ সামনের দিকে এগিয়ে যাবে।
সভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ড. মো. আখতারুল ইসলাম, ড. শরদিন্দু ভট্ট্চার্য এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূইয়া প্রমুখ।
নিউজ সর্বশেষ /সুলতান সুমন/ ১৪ ডিসেম্বর ১৫ ইং