সিলেট পোস্ট রিপোর্ট :চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনা বিএনপি-জামায়াতের নাশকতা। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এ মন্তব্য করেছেন।শনিবার বেলা সাড়ে ১১টায় উদয়ন স্কুলে বঙ্গবন্ধু মেধাবৃত্তি ফাউন্ডেশনের লিখিত পরীক্ষা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচার শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিএনপি জামায়াত দেশকে অস্থিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন চোরাগোপ্তা হামলা শুরু করেছে। এমনকি তারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে। এ হামলা তাদেরই নাশকতার অংশ।
তিনি বলেন, এসব হামলায় তাদের লক্ষ্য একটাই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা। দেশকে অস্থিতিশীল, জঙ্গিরাষ্ট্র বানানো এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না।বর্তমান সরকারের উন্নয়ন পছন্দ করে না তারাই এগুলো করছে। এটা স্পষ্ট প্রমাণিত বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে এগুলো করছে। এগুলো করে তারা বিচার বন্ধ করতে পারবে না। বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।পাকিস্থানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে হানিফ বলেন, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক একাত্তরে ছিন্ন হয়েছে। বর্তমানে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকলেই কী আর না থাকলেই কী। তাদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক থাকবে কিনা সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ একাত্তরেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে।উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় চট্টগ্রামে নৌবাহিনীর সংরক্ষিত এলাকায় দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনএস ঈশা খাঁ ঘাঁটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখান থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।
ঘটনাটি র্যাব তদন্ত করছে।