সিলেটপোস্ট২৪রিপোর্ট :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশাররফ হোসেন হলের টয়লেট থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় সাভার থানা পুশিলের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে হলের টয়লেট মেরামতের সময় নিযুক্ত কর্মচারীদের ওই ৩টি ককটেল চোখে পরে। বিষয়টি জানাজানি হলে হল প্রভোস্ট ড. মো. ওবায়দুর রহমান তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানান।
পরবর্তীতে ১২টায় সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহায়তায় ৩টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়। তবে এ ঘটনায় কারও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মীর মোশাররফ হোসেন হল প্রভোস্ট ড. মো. ওবায়দুর রহমান বলেন, অনেক সময় হলে বহিরাগতরা আসে তারাই এ ধরনের কাজ করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, সাভার মডেল থানার পুলিশ এসে ককটেল উদ্ধার করেছে। তবে কারা করেছে এ ব্যাপারে এখন কিছু বলা যাচ্ছে না।