সিলেটপোস্ট২৪রিপোর্ট :পুরো বছরটাই দুর্দান্ত কেটেছে বার্সেলোনার। এ বছর কাতালান ক্লাবটি পাঁচ-পাঁচটি শিরোপা ঘরে তুলেছে। বছরের শেষ লগ্নে এসে লুইস এনরিকের দলের সামনে দারুণ এক রেকর্ডেরও হাতছানি।
বুধবার এ বছরে নিজেদের শেষ ম্যাচে লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তিন গোল করলেই এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের স্প্যানিশ রেকর্ড গড়বে বার্সা।
২০১৫ সালে এ পর্যন্ত ১৭৬ গোল করেছে কদিন আগেই ফিফা ক্লাব বিশ্বকাপে রেকর্ড তৃতীয় শিরোপা জেতা বার্সেলোনা। এর আগে গত বছর ১৭৮ গোল করে স্পেনের ক্লাবগুলোর এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি দখলে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার রিয়ালের রেকর্ডটি নিজেদের করে নেওয়ার সুযোগ বার্সার সামনে।
এ বছর বার্সার ১৭৬ গোলের ১৩৪টিই করেছেন আক্রমণভাগের ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। তিন জনই দারুণ ছন্দে আছেন। বিশেষ করে সুয়ারেজ তো গোল করাটাকে ছেলেখেলা বানিয়ে ফেলেছেন।
ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেসি-নেইমারের অনুপস্থিতিতে সুয়ারেজ হ্যাটট্রিক করে বার্সাকে ফাইনালে তোলেন। ফাইনালেও জোড়া গোল করেন বার্সার এই উরুগুইয়ান স্ট্রাইকার। সেই সঙ্গে মেসির একটি গোলে শিরোপা ঘরে তোলে বার্সা।
কম যাননি নেইমারও। ফাইনালে ব্রাজিল তারকা নিজে গোল না পেলেও তিন গোলের দুটিতেই সহায়তা (অ্যাসিস্ট) করেছেন তিনি। এ বছরে নিজেদের শেষ ম্যাচেও জ্বলে ওঠার অপেক্ষায় ‘এমএসএন’ ত্রয়ী।