সিলেটপোস্ট২৪রিপোর্ট :সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক “ক্রাশ প্রোগ্রাম” এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা।রোববার বেলা সাড়ে ১১ টার দিকে অনার্স বিভাগের “দাবি বাস্তবায়ন কমিটি” হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব সংলগ্ন জুবলি রোডে এসে মানববন্ধন করে।কমিটির আহ্বায়ক সোহেল ভূঁইয়া জানান, আমরাও চাই জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হোক। কিন্তু এ সেশন মুক্ত করার নামে ১ বছরের পরীক্ষা ৬ মাসে নেয়া হচ্ছে যা সাধারণ শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আমরা চাই অনতিবিলম্বে তৃতীয় বর্ষের পরীক্ষা ২ মাস পেছানো হোক।তিনি আরো জানান, দাবি মানা না হলে ৬ ডিসেম্বরের পর জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন, র্যালী ও স্বারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব আল-আমিন খাঁন সাগর, সদর আশ্রাফুল ইসলাম, সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, ফরহাদ হোসেন, জয় গোস্বামী ও মানিক হোসেনসহ প্রমুখ।