সিলেটপোষ্ট রিপোর্ট :অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস লড়াই করেও শেষ পর্যন্ত সিরিজ বাঁচাতে পারেননি।চতুর্থ ওয়ানডেতে ৩৬ রানের জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ব্যবধান এখন ৩-১।ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। সিরিজে দারুণ ফর্মে থাকা ওপেনার মার্টিন গাপটিলের শতকে (১০২), কিউই করে ৫ উইকেটে ২৯৪।৩৭ রানে লুক রঞ্চি এবং ২১ রানে অপরাজিত থাকেন মিশেল সাটনার। শ্রীলঙ্কার পক্ষে ৫৩ রানে ৩ উইকেট পান নুয়ান কুলাসেকারা।জবাব দিতে ৩৩ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে অধিনায়ক ম্যাথুসএবং দিনেশ চান্দিমালের ৯৩ রানের জুটিতে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। এরপর মিলিন্ডা সিরিবর্ধনের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরেই রাখেন ম্যাথুস।দলীয় ২৫২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে অধিনায়কের আউটের পরই ম্যাচ শেষ। ১৭ বল হাতে রেখে শ্রীলঙ্কা ২৫৮ রানে অলআউট। ম্যাথুস ৯৫ রান করেন। এছাড়া চান্দিমাল ৫০ ও সিরিবর্ধনে ৩৯ রান করেন।
পঠিত : 87
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন