সিলেট পোস্ট রিপোর্ট :জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। সপ্তম ওভারে আরেক ওপেনার তামিম ইকবালও আউট হয়েছেন ২৯ রান করে। এই প্রতিবেদন লেখার সময় ৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ৬১/২।উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর চতুর্থ ওভারে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য। আউট হওয়ার আগে তিনি করেছিলেন সাত রান। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ও সাব্বির রহমান। কিন্তু সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে সিবান্দার হাতে ধরা পড়েন তামিম। ১৫ রান করে উইকেটে আছেন সাব্বির।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ৭৯ ও ভুসি সিবান্দার ৪৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করেছিল সফরকারী জিম্বাবুয়ে।