সংবাদ শিরোনাম
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের অভিযান  » «   মাংস থেকে তীব্র দুর্গন্ধ, তোপের মুখে সিলেটের সুলতান’স ডাইন(ভিডিও সহ)  » «   গোয়াইনঘাটে মুজিব নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ  » «   পুলিশে এবার আসছে উপপরিদর্শক (এসআই) নিয়োগেরও বড় বিজ্ঞপ্তি  » «   ৪,২০০ কনস্টেবল নিয়োগ,সিলেট সহ ৬৪ জেলায় কত জন শূন্য পদে নিয়োগ নেওয়া হবে  » «   ধর্মপাশায় আশ্রায়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ছয়জনের মৃত্যু  » «   গোয়াইনঘাটে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ  » «   সিলেটের স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখিয়ে নেয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা  » «   কানাডা থেকে দেশে ফিরেই আটক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ  » «   ছাতকে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সাথে অশোভন আচরণে অভিযোগ  » «   অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় পৌঁছেছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  » «   শিক্ষা ক্ষেত্রে অতীতের নৈরাজ্য বন্ধ করতে হবে : কাইয়ুম চৌধুরী  » «   ন্যায় বিচার ও সমাজ সংস্কারে নবীন আইনজীবীরা ভূমিকা রাখতে হবে-এ.কিউ.এম. নাছির উদ্দীন  » «   এবার অপসারিত হলেন সিলেট জেলা পরিষদের ১৮জন সদস্য  » «   সিলেট সহ ১২ সিটি করপোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার  » «  

জুয়া-মাদক বন্ধে অভিযানে তাহিরপুর থানা পুলিশ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ::জুয়াদানে নিমিষেই ফতুর হয়ে শূন্য হাতে বাড়ি ফিরছে যুবকেরা। বুকফাঁটা আহাজারী করে বিচারের আশায় ঘুরে ফিরেন অভিভাবকগণ। এটা নিত্যদিনের দৃশ্যপট শ্রীপুর বাজারে। স্থানীয় জনপ্রতিনিধিগন মসজিদের মাইকে মোয়াজ্জিনকে দিয়ে জুয়া বন্ধে মাইকিং করিয়ে যেন দায় এড়িয়ে যান। এমনটাই বলছেন এলাকাবাসী।

সচেতন মহল জানিয়েছেন, জুয়াবাজগণ গোষ্ঠীগতভাবে লাঠিয়াল প্রকৃতির হওয়ায় তাদের দাম্ভিকতা আর মধ্যযুগীয় ভাষাভাষীর কারণে সাধারণ মানুষ কোনঠাসা অবস্থায়।
অপরদিকে, হামলার ভয়ে স্থানীয় অনেক পেশাদার সাংবাদিকরাও অসহায় এ চক্রের কাছে।

এদিকে, বাবা-মায়ের বেকার-বখাটে ছেলের অসৎ আয়ে অনেকটা ফুরফুরে মেজাজে দিনাতিপাত করলেও জুয়াদানে ফতুর হওয়া যুবকের পরিবারে নেমে আসছে ঘোর অন্ধকার। দিনের পর দিন এভাবেই চলছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর কঠোর হস্তক্ষেপে এহেন কান্ড বন্ধ হয়। গা ডাকা দেয় জুয়াবাজেরা। অনেকেই বিভিন্ন পেশায় চলে গেলেও বর্তমানে অধিক মুনাফার লোভে ফের অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পরে। ফলে জুয়ার বাজার এখন সরগম।

স্থানীয় পেশাদার সাংবাদিকদের এমন তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর শনিবার বিকেলে শ্রীপুর বাজারে অভিযানে নামে তাহিরপুর থানা পুলিশ। তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের চৌকস ইনচার্জ এসআই সজীব দেব রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াবাজ-জুয়াড়িরা মুহূর্তেই পালিয়ে যায়। শেষে স্থানীয় পেশাদার সাংবাদিক ও বাজার সংশ্লিষ্ট এবং এলাকাবাসীর উপস্থিতিতে জন সচেতনতামূলক সভা করেন চৌকস এসআই সজীব দেব রায়। তাঁর উপস্থিতিতে বাজারে কোন ধরনের অপতৎপরতা হবে না মর্মে বাজার কমিটি সংশ্লিষ্টরা প্রতিশ্রুতি বদ্ধ হন।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু জাহান তালুকদার, ভাটি এলাকার প্রখ্যাত বাউল আবুল কালামসহ বাজারের ব্যবসায়ী ও বাজারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ।

এ প্রসঙ্গে জানতে চাইলে চৌকস এসআই সজীব দেব রায় জানান, সর্বগ্রাসী জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বন্ধে মাননীয় পুলিশ সুপার ও মাননীয় ওসি মহোদয়ের নির্দেশে মানুষের জানমালে নিরাপত্তাদানে দায়িত্ব পালনের পর থেকেই সচেষ্ট রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, জুয়া-মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। শ্রীপুর বাজারসহ উপজেলার সর্বত্র অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্ বলেন, জেলার সর্বত্র অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে প্রত্যেক থানার ওসিকে নির্দেশনা দেয়া আছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.