সিলেটপোস্ট ডেস্ক::গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসে বিবৃতি দিয়েছেন ইসলামী ঐক্য জোট নেতৃবৃন্দ।
শনিবার (২১ অক্টোবর) ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট ও সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরায়েল বাহিনী গত ৮০ বছর ধরে ফিলিস্তিনকে একটি জাহান্নাম বানিয়ে রেখেছে। আমাদের ভাইবোনরা সেখানে নির্যাতিত হচ্ছেন। তারা একা লড়াই করে যাচ্ছেন। অথচ আমরা বিশ্ব মুসলিম এক হতে পারছি না। এ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য দায়িত্ব। তাই ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা। পাশাপশি নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও প্রস্তাব দেন নেতৃবৃন্দ।