সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর ৫ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও নিরীহ মানুষসহ যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীদের উপর গায়েবি মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল।
অবিলম্বে নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
আজ (১৬ নভেম্বর) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সিলেট মহানগরের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল বলেন ,গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। বাকশালী সরকার জনমত উপেক্ষা করে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার ও হামলা-মামলা, নির্যাতন চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিতায় সম্পূর্ণ অন্যায়ভাবে ৫ নং ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ সংগঠন এর নেতাকর্মীকে গায়েবি মামলায় আসামী করেছে পুলিশ। নেতাকর্মীদের বাসা বাড়িতে তল্লাশীর নামে হয়রানী চালিয়ে যাচ্ছে। একের পর এক ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা দায়ের করা হচ্ছে। আমরা সরকারের এই ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।