সিলেটপোস্ট ডেস্ক::বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এক দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বাদ মাগরিব ভাতালিয়াস্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা, বিএনপির প্রতিষ্টাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও আরাফাত রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ কবির আহমদ, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সিনিয়র সহসভাপতি শামিম আহমদ লোকমান, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১৫নং ওয়ার্ডের সভাপতি শোয়াইব আহমদ শোয়েব,১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খাঁন, ১১নং ওযার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবু সায়িদ মোঃ তায়েফ, ১১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মন্তাজ মিয়া, আজমল আহমদ, সাহাদৎ হোসেন, আবুল হোসেন খান, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, ১০নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ ছাব্বির আহমদ, ১২নং ওয়ার্ডের সাধারন সাধারন সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৪নং ওযার্ডের সাধারন সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, ১১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা সেলিম মাহমুদ, নেতা আব্দুল মালেক কাওসার আহমদ, আলী আহমদ লুকু, জালাল উদ্দিন শামিম, শরীফ আহমদ, আমিন মিযা, রুমেল আহমদ, আকতার হোসেন প্রমুখ।