সংবাদ শিরোনাম
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  » «   আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই-অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ  » «   কুলাউড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-২  » «   আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি -খন্দকার মুক্তাদির  » «   ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী  » «   গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «  

পুলিশী বাঁধা উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর বিএনপির গায়েবানা জানাজা সম্পন্ন

সিলেটপোস্ট ডেস্ক::ব্যাপক পুলিশী বাঁধা উপেক্ষা করে সিলেটে কোটা সংষ্কার আন্দোলনের শহীদ হওয়া ৭ শিক্ষার্থীর গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বুধবার বাদ জোহর বিকাল ৩টায় সিলেট রেজিস্ট্রারী মাঠে গায়েবানা জানাজার পূর্ব নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা থাকলেও মাঠে জড়ো হওয়া নেতাকর্মীদের ব্যাপক বাঁধা দেয়া পুলিশ। পরে রেজিস্ট্রারী মাঠ সংলগ্ন মসজিদ মাঠে গায়েবানা জানাজা আদায় করেন বিএনপির নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও

আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সহ সম্পাদক আব্দুর রাজ্জাক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

জানাজার নামাজ পরিচালনা করেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হক। দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মেধাবী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে এখন পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে ৬ জন শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এবং ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন ও আইন-শৃংঙ্খলা বাহিনীর হাতে সিলেট সহ সারাদেশে হামলা, আক্রমণ, ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত ৬ জনকে হত্যা হয়েছে তা নজিরবিহীন। সরকার দলের কয়াডাররা আমাদের মেধাবী সন্তানদের নির্বিচারে হত্যা করছে। সরকার দলের ক্যাডারদের হাতে আ ডামি সরকার জনতার দাবি কোন ভাবেই মানবে না। তাই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনতার সরকার প্রতিষ্টা করতে হবে।

বক্তারা আরও বলেন, গত দুই দিনে দেশব্যাপী সহস্রাধিক ছাত্র-ছাত্রীদরা হতাহত হয়েছে, অনেকে গুরুতর আহতাবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আজ সিলেটকে আতঙ্কের নগরীতে পরিণত করা হয়েছে। নগরীর পরিস্থিতি দেখে যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। হত্যা, দমন-নিপীড়ন করে অতিতের কোনো স্বৈরাশাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি, বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমন-নিপীড়নের এই পথে শেষ রক্ষা করতে পারবে না। অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য ও যৌক্তিক সংস্কারের দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী শাহাব উদ্দিন, তারেক কালাম, কয়েস লোদী, শামীম আহমদ, সৈয়দ সফেক মাহবুব, মাহবুব আলম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.