সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

কারফিউ প্রত্যাহার- শেখ হাসিনার পদত্যাগ দাবি-বাম গণতান্ত্রিক জোট

সিলেটপোস্ট ডেস্ক::বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন,”অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনা ও বিজিবি সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, জীবনযাত্রা স্বাভাবিক করতে পূর্ণমাত্রায় অফিস-আদালত; স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জরুরি সেবা চালু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ ৩ শতাধিক ছাত্র হত্যার বিচার, আন্দোলনকারী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত, নিহত-আহতদের ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারী নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করা, উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির জন্য ব্যর্থতার দায় স্বীকার করে শেখ হাসিনা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

বিবৃতিতে আরো বলেন, “ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন, বিরোধী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার, দমন-পীড়নের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সরকার ফ্যাসিবাদী শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সমাধানের পথে না গিয়ে ঘটনার একতরফা বয়ান গণমাধ্যমসহ নানাভাবে প্রচার করেছে। সরকারের এই মিথ্যা ভাষণ জনগণ গ্রহণ করছে না।”

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, “দমন-পীড়ন-নির্যাতন বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে।”

নেতৃবৃন্দ আরো বলেন, “কোটা সংস্কারের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের সুযোগে স্বাধীনতাবিরোধী চক্রসহ দুষ্কৃতিকারীরা বিটিভি ভবন, মেট্রোরেল, নরসিংদী কারাগার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ধ্বংসযজ্ঞ, লুটতরাজ চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে আমরা তার নিন্দা জানাচ্ছি এবং জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করছি।”

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ,  সিলেট জেলার নেতৃবৃন্দের বিবৃতিতে স্বাক্ষর করেন, বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক ও  বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড সিরাজ আহমদ, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সভাপতি কলন্দর আলী,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সিলেট জেলা আহবায়ক কমরেড আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা কমিটির সদস্য সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক, ফ্যসিবাদবিরোধী বাম মোর্চার অন্যতম নেতা  কমরেড সুশান্ত সিনহা, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান, বাংলাদেশ জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল আলম,  মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবির, বাসদ সিলেট জেলার সদস্য সচিব কমরেড প্রনব জ্যোতি পাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.