সিলেটপোস্ট ডেস্ক::ফ্যাসিষ্ট শেখ হাসিনা কতৃর্ক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ১৪ আগষ্ট বুধবার বিকাল ৩ ঘটিকায় রেজিস্ট্রি মাঠ থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপির উদ্যোগে নগরীর, সকল উপজেলা ও পৌর শহরের মোড়ে মোড়ে শক্তিশালী অবস্থান কর্মসূচি এবং আগামী ১৬ আগষ্ট শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জেলা, উপজেলা-পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপরোল্লিখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।