সিলেটপোস্ট ডেস্ক::সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “স্বাধীনতা স্কোয়াড” এর পরিচিতি ও মতবিনিময় সভা এবং আইডি কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাধীনতা স্কোয়াডের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মুক্তাদির কামালী দূর্জয় এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আমিনুজ্জামান চোধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মো: রবিউল হোসেন মামুন, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন স্বাধীনতা স্কোয়াডের প্রধান উপদেষ্টা ওমর মাহবুব।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্বাধীনতা স্কোয়াডের সদস্য মো: আলামিন। স্বাগত বক্তব্য রাখেন, স্বাধীনতা স্কোয়াডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আলপনা আক্তার তারিন।
বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফয়সাল হোসেন, হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের, সহ-সভাপতি সজিব আহমেদ, অর্থ সম্পাদক সামির আহমেদ, প্রচার সম্পাদক নেহা ইসলাম, সদস্য নিলয় আহমেদ, হালিমা আক্তার, উম্মে হাবিবা প্রমুখ।